কি একটা গান আছে না "মুহুর্ত বলুক"?
সেই এক মাঝবয়সী ভদ্রলোক?
নিরেট পাগল নাকি গোছানো সংসারী
এক্সেল শিটের কোন দ্রাঘিমাংশে তোমার গুপ্তকুঠুরি?
আসলে এ সবি চর্বিতচর্বন
সেই কোন বিকেলের এক পাথরকুচি ফুলের গন্ধমাখা আমি
কি যেন বলতে "মুহুর্ত গুলোই সব"
অভিমানের আগমনীর সুর তাই আমার কাছে কেটে যায় বার বার
আঁচটা লাগে এখনও
যদি ভাব এ এক পাগলামি ভুল ভাববে হয়ত
একটা নিস্তেজ বিকেলের সূর্যাস্ত মানেই কি নিষ্ঠুর অন্ধকার?
তুমি কি বলতে জানিনা,
মুহুর্তগুলোর অধিকারে বলতে পারি আমি বলতাম স্নিগ্ধতা...
কোনো কোনো লেখা পড়লে আপনাআপনি ভিতর থেকে একটা "বাঃ" বেরিয়ে আসে না, এটা সেইরকম ... লিখতে থাক .. তোর লেখার বৃত্তটা বেশ বড়ো হচ্ছে, আরো বড়ো হোক ...
ReplyDeletebolcho? dhonyobad :D
ReplyDelete