আমার প্রত্যেকটা কবিতার মুক্তি তোমার ভাললাগায়
আমার নৈঃশব্দ্যের ধ্বনি সুর খুঁজে পায় তোমার আশ্লেষে
আমার অস্তিত্ব ঠুনকো নয়। আমার নিজস্বতা হারিয়ে খুঁজে নেয় না অন্য একটা আশ্রয়।
আমার ভাললাগার পুতুল খেলার নষ্ট আড়ম্বর খালি আঁকিবুকি কাটে।
জলছাপ গুলো মিশে যায় অন্ধকারে।
ভাললাগা আমার ভালবাসার সুলুকসন্ধানে তাই শুধু তোমাকেই খোঁজে হয়তো বা।
তোমার খেলার মাঝে সময় আর মান অভিমান দাবি করে আমার প্রত্যেকটা না দেখা স্বপ্ন।
তোমাকে আমার ভালবাসায় দেওয়ার আর তাই কিচ্ছু নেই। বিশ্বাস করো।
আমার ভালবাসা নিঃস্ব নয়, কিন্তু স্বারথপর বটে।
কবিতা কেমন লাগলো বলাটা ধৃষ্টতা হয়ে যাবে, তুই জানিস তুই ভালোই লিখিস ... শুধু নৈঃশব্দ্য আর স্বার্থপর বানানটা পারলে ঠিক করে নিস একটু চাপ নিয়ে, এতো ভালো একটা কবিতা ওইটুকু দাবি করতেই পারে ...
ReplyDelete@jyotishka da, eta kobita na blank verse thik sure noi..noishobdo ta kheyal chilo na, thik kore nichchi, kintu ami ekhono ref type kortey sikhini bangla software ey. jani khub drishtikotu lagey, sikhey nitey hobe :-)
ReplyDeleteAnother work of par excellence from my sweet talented sister...
ReplyDeleteএটা তো একটা হরফ মাত্র ... আমার মন্তব্য থেকে কি কপি-পেস্ট করা যাচ্ছে না? ... যাইহোক, ওটা নিয়ে খুব বেশি মাথা ঘামাস না ... আজ থেকে বছর পাঁচেক দশেক পরে আনন্দ পাবলিশার্স যখন তোর বই ছাপবে, ওগুলো ওরাই ঠিক করে নেবে ...
ReplyDeleteভালো একটা কবিতা। আমার খুবি ভালো লেগেছে।
ReplyDeleteজ়য় দাদা ঠিক বলেছে, ও নিয়ে চিন্তা না করে আরো কবিতা লিখে যাও দিদি...